২০ লাখ টাকা ঘুষ : দুদকের সেই উপ পরিদর্শক বরখাস্ত

২০ লাখ টাকা ঘুষ : দুদকের সেই উপ পরিদর্শক বরখাস্ত

প্রথম নিউজ, ঢাকা : ২০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক কামরুল হুদাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এক বিশেষ আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে। দুদকের মহাপরিচালক (ডিজি) রেজওয়ানুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

গত ২৩ সেপ্টেম্বর ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কামরুল হুদাকে আটক করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশ। তিনি দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

ওইদিন নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে ২০১৩ সালে অভিযুক্ত কামরুল এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন। যদিও ওইসময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে কামরুলের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এছাড়া তার বিরুদ্ধে দুদক বিভাগীয় কোনো তদন্ত কিংবা ব্যবস্থা নেয়নি।

২৩ সেপ্টেম্বর এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করতে অভিযুক্ত কামরুল পাঁচলাইশ থানার পাশে একটি রেস্টুরেন্টে বসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে থানায় আনা হলে দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত এবং সহকারী পরিচালক এমরান হোসেন থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ মামলা রুজুর সিদ্ধান্ত নেয়।