ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু 

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু 

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ বুলবুলি বেগম (৪০) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।


বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে বুলবুলি বেগম নামে আরও একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায়। এর আগে গতকাল আব্দুস সালাম মন্ডল নামে আরও একজন মারা যান। এ ঘটনায় দগ্ধ আরও ৩ জন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. আব্দুস সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া (৩০), মো. টুটুল (২৫) ও মেহেজাবিন (৭)।