ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।
এদিকে দক্ষিণের পদযাত্রা শুরু হবে খোকা কমিনিউটি সেন্টারের সামনে থেকে। এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি মহাখালী বাস স্টেশন থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে।