পুলিশে ২৬ জনের পদোন্নতি
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ পুলিশের ২৬ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ২২ জন ছিলেন বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র), বাকি চার জন ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন)।
রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পদোন্নতির তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, ডিএমপির আব্দুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির সেলিম হোসেন, এসবির আজিজুর রহমান সরকার, ডিএমপির তারেকুর ইসলাম, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির শহীদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবির মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইর (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইর নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন আল আজাদ, নওগার বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির জহুরুল ইসলাম সরকার।