পরীক্ষায় অংশগ্রহণ না করেও ৫ম শ্রেণির বৃত্তি পেয়েছে সজীব

গত সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার প্রকাশিত তালিকায় ওই ছাত্রের রোল রেজাল্টসিটে পাওয়া যায়।

পরীক্ষায় অংশগ্রহণ না করেও ৫ম শ্রেণির বৃত্তি পেয়েছে সজীব
পরীক্ষায় অংশগ্রহণ না করেও ৫ম শ্রেণির বৃত্তি পেয়েছে সজীব

প্রথম নিউজ, কুড়িগ্রাম: পরীক্ষায় অনুপস্থিত থাকলেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ম শ্রেণির একছাত্র।  গত সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ফুলবাড়ী উপজেলার প্রকাশিত তালিকায় ওই ছাত্রের রোল রেজাল্টসিটে পাওয়া যায়। ওই শিক্ষার্থী হলেন সজিব আলী, রোল নম্বর-২৪। সে চরগোরক মণ্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩০শে ডিসেম্বর ফুলবাড়ী উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬৫জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফুলবাড়ী ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ১০১ কক্ষের ছাত্র ছিল সজীব আলী। তার রোল নম্বর প্রবেশপত্রে ২৪ থাকলেও অংশগ্রহণ করেনি পরীক্ষায়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  ওই ছাত্রকে অনুপস্থিত দেখিয়ে জেলায় তালিকা পাঠিয়ে দেয়। 

এদিকে সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল বের হলে ফুলবাড়ী উপজেলায় ৪৪ জন ট্যালেন্টপুলে ও ৩৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। ফলাফলের তালিকা শিক্ষা অফিসে আসলে পরীক্ষার্থীর অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রধানগণ  খোঁজ নেয়া শুরু করে। এ সময় ওই ছাত্রের রোল  রেজাল্টসিটে পাওয়া যায়। এ নিয়ে তোলপাড় শুরু হয় শিক্ষা অফিসে। সজিব আলীর বাড়ি নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরক মণ্ডপ এলাকায়। তার বাবার নাম হুজুর আলী, মায়ের নাম ছকিনা বেগম।  এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ৭জন পরীক্ষার্থীকে বর্ণনামূলক রোল (ডিআরভুক্ত) করা হয়েছে। তার মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে সজিব আলীও ছিল।  উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ওই প্রতিষ্ঠানের ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা আসাফুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। পরে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ওই ছাত্র পরীক্ষা দেয়নি। তার রোল নম্বর  কীভাবে তালিকায় এসেছে, তা পর্যবেক্ষণ করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: