পাবনায় ও বগুড়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
শনিবার বিকালে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
প্রথম নিউজ, অনলাইন: পাবনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জেলার আটঘরিয়ায় এক এইচএসসি শিক্ষার্থী এবং আমিনপুরে এক কৃষকের মৃত্যু হয়। শনিবার বিকালে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এনামুল হক (১৮) এবং আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামানিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০)। আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, এনামুল হক বিকাল ৪টার দিকে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আমিন বলেন, কৃষক মনিরুজ্জামান বিকালে বাড়ির পাশে মাঠের কাজ করা অবস্থায় বৃষ্টিপাত শুরু হয়। পরে বৃষ্টির মধ্যেই তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে মৃত্যু হয়।
এদিকে বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে এ ঘটনা ঘটে। ওই কৃষকের নাম লোকমান আলী (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে কৃষক লোকমান আলী মাঠে ঘাস কাটতে যায়। সে সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, লোকমান আলী মাঠে ঘাস কাটতে যায়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। ধারণা করা হচ্ছে কানের পর্দা ফেটে তার মৃত্যু হয়েছে।