'পুতিন-জেলেনস্কির মধ্যে আলোচনা অসম্ভব'

ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি হবে আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি

'পুতিন-জেলেনস্কির মধ্যে আলোচনা অসম্ভব'
'পুতিন-জেলেনস্কির মধ্যে আলোচনা অসম্ভব'

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি হবে আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি। এতদিনেও যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে আরও তেতে দিচ্ছে পশ্চিমা বিশ্ব!

এমতাবস্থায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির কোনো আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন— পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার তার ‘কোনো আগ্রহ নেই।’ 

ইউক্রেনীয় নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেক আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, আমরা জানি জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারে ভোটারদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেগুলো মনে রাখা বা তাকে নির্বাচিত করা ভোটারদের স্মৃতিকে সতেজ করা কঠিন নয়। তিনি কখনই দোনবাস সমস্যার সমাধান করেননি, তিনি মিনস্ক চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছিলেন। 

পেসকভ আরও বলেন, এসব কারণেই তিনি নিজেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বন্ধ রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি ব্রিটেনের ‘স্কাই নিউজ টিভি’ চ্যানেলকে জানান, তিনি পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী নন। জেলেনস্কি বলেন, পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ভেবেছিলেন তার সঙ্গে ‘কেউ নেই।’
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: