নারায়ণগঞ্জে আ.লীগের লাঠি মিছিল
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লাঠি মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লাঠি মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বাঁশের লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা।
জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বাঁশের লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় বিএনপি-জামাতের বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন দলটির নেতাকর্মীরা। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত পথসভা করে দলটি।
পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হলে কিংবা তার ওপর হামলা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। সবাইকে সমুচিত জবাব দেওয়া হবে। নাশকতাকারীদের প্রতিহত করতে আমরা বাঁশের লাঠি নিয়ে রাজপথে অবস্থান করবো। প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত হবে তবুও বিএনপি-জামাতকে কোনো নাশকতা করতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুজাফর চৌধুরী বীরু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি রিপন আহামেদ, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রমূখ।