নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে

নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে

প্রথম নিউজ, অনলাইন:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার পূর্বে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে।

দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভুলেও উস্কানিতে পা দেবেন না।
আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেননি, তাদেরকে হয়রানি করা হবে না। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই। আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আর নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। 

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন ও শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।