নার্গিস কেন ঘরবন্দি থাকতেন

বিভিন্ন ঘটনা নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। এবার এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী।

নার্গিস কেন ঘরবন্দি থাকতেন
নার্গিস কেন ঘরবন্দি থাকতেন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি বরাবরই সচেতন। অপ্রীতিকর কোনো ঘটনার সম্ভাবনা দেখলে নিজেকে দূরে রাখতেন। বিভিন্ন ঘটনা নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। এবার এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী। বলিউডের ভেতরে অভ্যন্তরীণ বিষয় অনেক সময় বিতর্ক হয়। সেই বিতর্কে যে নার্গিস কখনো কথা বলবেন, তা অনেকের হয়তো ধারণাও ছিল না। মাত্র কয়েকটি সিনেমায় নিখুঁত অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন নার্গিস ফাখরি। এই অল্প সময়ের ক্যারিয়ারেই তাকে কুপ্রস্তাব দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অভিনেত্রী জানান, বলিউডে নানা খবর রটলেও তার সঙ্গে এমন খারাপ কিছু ঘটেনি। তবে কুপ্রস্তাব পেয়েছেন। আবার অনেক অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়েছেন। সেসব থেকে খারাপ কিছুও হতে পারত।

 জুমকে দেওয়া অভিনেত্রীর সাক্ষাৎকারের বরাত দিয়ে টিভি নাইন জানিয়েছে, নার্গিস জানিয়েছেন খারাপ কোনো পরিস্থিতি বা ইঙ্গিত বুঝতে পারলে বড় সিদ্ধান্ত নেন। নিজেকে সরিয়ে নেন। এককথায় ঘরবন্দি হয়ে যান। সব প্রকার যোগাযোগও বন্ধ করে দেন। এ কারণে অনেক কথা শুনতে হয়েছে তাকে। বলিউড ইন্ডাস্ট্রিতেও দূরত্ব বেড়ে গিয়েছিল। তবে অন্যদের মতো তার সঙ্গে খারাপ কিছু না হওয়ায় নিজেকে সৌভাগ্যবতী বলেই দাবি করেন এ অভিনেত্রী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: