ছেলের উৎসাহে নির্বাচনে ইলিয়াস কাঞ্চন, বললেন অনেক কথা
আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন

প্রথম নিউজ, ডেস্ক : আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেখানে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন অভিনেত্রী নিপুণ। তাদের সঙ্গে অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর ও সেক্রেটারি জায়েদ খান।
আজ সন্ধ্যায় কাকরাইলে এক সংবাদ সম্মেলনে নিজ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি জানাবেন এই নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিস্তারিত। তার আগে এই নির্বাচন নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন। জানিয়েছেন কেন তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন? নির্বাচনে বিজয়ী হতে পারলেই বা কী করবেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণরা আমার কাছে এসে যে জিনিসটা বলল সেটি হলো, দীর্ঘদিন ধরে যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেশারেশি হচ্ছে। মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। এই বিষয়টা আমাকে ভাবিয়েছে।’
চলচ্চিত্রের জন্য প্রধানমন্ত্রীর ১ হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকা হল মালিকদের বরাদ্দ দিয়েছেন, তাদের হলগুলো সংস্কার করার জন্য। তাদের একজনও কিন্তু টাকা নেয়নি। তাদের কথা হলো, টাকাটা নিলে মাসে মাসে সুদ দিতে হবে। কিন্তু আমি যদি ছবি চালাতে পারি এই টাকা নিয়ে মাসে মাসে সুদ গুণব কেন? আমার তো নিশ্চয়তা থাকতে হবে।’
নিজে জয়ী হতে পারলে এ বিষয়ে সমাধানের আশ্বাস ইলিয়াস কাঞ্চনের কণ্ঠে, ‘আমরা যদি ছবির সংখ্যা বাড়াতে পারি, তাহলে এই ১ হাজার কোটি টাকা হল মালিকরা নেবে, সিনেমা হলেরও সংস্কার হবে। আমরা বিজয়ী হতে পারলে সেই চেষ্টাটাই করব।’
সঙ্গে তিনি এও যোগ করেন, ‘আমি যতদূর জানি আমাদের প্রধানমন্ত্রীর একটা দুর্বলতার জায়গা এফসিডি। যেহেতু তার বাবার হাতে এটি প্রতিষ্ঠিত। কিন্তু বাস্তবতা হলো তিনি যে টাকাটা দেবেন, কার কাছে দেবেন? কে এটা হ্যান্ডেল করবেন? এমন একটা ব্যক্তি তো লাগবে। এই কথাগুলো আমাকে (নিপুণরা) বুঝিয়েছে। তখন আমার মনে হয়েছে যে প্রস্তাবনাটা আসলেই ভালো।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: