অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

 অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই
অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

প্রথম নিউজ, ডেস্ক : অস্কার বিজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। রোববার (১৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।

হার্ট ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট’, ‘চিলড্রেন অব এ লেসার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’ এবং ‘দ্য বিগ চিল’সহ নানা ছবিতে অভিনয় করেছেন।

ক্যাথলিন টার্নারের সঙ্গে ‘বডি হিট’সহ অনেক ছবিতে অভিনয় করেন হার্ট/ছবি: গেট্টি ইমেজ

১৯৮৫ সালের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য ‘বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- ‘দ্য ইনক্রেডিবল হাল্ক‘, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ব্ল্যাক উইডো’তে কাজ করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom