ছোট পর্দায় আজকের অনুষ্ঠান
প্রথম নিউজ, ডেস্ক : এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেহমান’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হবে। আহসান আলমগীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, সাজু খাদেম, আরফান আহমেদ, নিলয় আলমগীর, রওনক হাসান, তানজিকা, অর্ষা, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, মারজুক রাসেল, জয়রাজ, শামীম সরকার, জামিল প্রমুখ।
বাংলাভিশনে ‘বিবাহ হবে’
বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। রচনা ও পরিচালনায় রওনক হাসান। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহ্সান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, রোবেনা রেজা জুঁই, এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া, জাহরা মিতু, বড়দা মিঠু, কল্যাণ কোরাইয়া, এ্যানি খান, মুনিরা মিঠু, সায়কা আহমেদ, আইরিন আফরোজ, সুজাত শিমুল, রওনক হাসান প্রমুখ।
বৈশাখী টিভিতে ‘বউ শাশুড়ি’
বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’। টিপু আলম মিলনের
গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বউ শাশুড়ি’ নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।
প্রচারিত হবে আজ রাত ৮টা ৪০ মিনিটে এবং রাত ১১টায়।
দীপ্ত টিভিতে ‘মান অভিমান’
বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর
অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় মান অভিমান নাটকটি শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। ‘মান অভিমান’ নাটকে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শাকিলা আক্তার, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরও অনেকে।