সিনেমায় অভিনয়ের ইচ্ছে আর নেই -ডলি জহুর
গুণী অভিনেত্রী ডলি জহুর

প্রথম নিউজ, ডেস্ক : যার অভিনয় পর্দায় অগণিত দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে আসছে তিনি গুণী অভিনেত্রী ডলি জহুর। মধ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তিনি। এখন সব মিলিয়ে কেমন আছেন? উত্তরে ডলি জহুর বলেন, আমি তো সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করি। কিন্তু দীর্ঘদিন ধরে পায়ের ব্যথা ভীষণ ভোগাচ্ছে। কি যে অসহ্য ব্যথা বলে প্রকাশ করার মত নয়। ঢাকা আর অস্ট্রেলিয়ার আসা-যাওয়ার মধ্যেই থাকি। এবার বেশ কিছুদিন ধরে দেশে রয়েছি। একটা সময় সকাল থেকে রাত অবধি শুটিংয়ে সময় কাটতো আপনার। এখন অখন্ড অবসর। যদিও পরিচালকরা সিনেমা কিংবা নাটকে এখনো আপনাকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকেন
আপনার অনীহা কেন কাজে? এ অভিনেত্রী বলেন, সিনেমায় অভিনয়ের ইচ্ছে আর নেই।
এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ছোটপর্দার কাজের ইচ্ছে প্রবল রয়েছে। প্রস্তাব রয়েছে অনেক কিন্তু বিশেষ করে পায়ের সমস্যাটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩০ দিনেই ইনজেকশন ও গাদা গাদা ওষুধের মধ্যেই থাকতে হয় আমাকে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সিনেমা ‘শঙ্খনীল কারাগার’ কিংবা ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’তে আপনার অভিনয় এখনও দর্শকদের হৃদয় গেঁথে আছে। এই দুটি কাজ আপনাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। ভাবতে কেমন লাগে? এ প্রসঙ্গে গুণী এ অভিনেত্রী বলেন, কি যে ভালোলাগা কাজ করে বলে বোঝানো যাবে না। ‘এইসব দিনরাত্রি’ তে ডলি জহুর হারিয়ে গিয়েছিল নীলু ভাবির মাঝে। তখন যেখানেই যেতাম সবাই নীলু ভাবি বলেই ডাকত। সম্প্রতি আপনার জাতীয় পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ফিল্ম আর্কাইভে প্রদান করেছেন।
বিশেষ কোনো কারণ আছে? গুণী এ অভিনেত্রী বলেন, সবকিছুতে কারন খুঁজতে নেই। অনেক সময় চলে গেছে। এখন আসলে এগুলোর যত্ন নেওয়া সম্ভব নয় একহাতে। একমাত্র ছেলে বিদেশে স্থায়ী। আমিও তাদের সঙ্গেই থাকি। মাঝে মাঝে দেশে আসি। এখানেও আমার বাড়ি দেখা শুনার মত তেমন কেউ নেই। পুরষ্কার পাওয়ার চেয়ে এটা যত্নে সংরক্ষণ করাটা বেশি জরুরি আমার কাছে। ভেবে চিন্তেই সঠিক সময় সঠিক জায়গায় অর্পণ করলাম আমার পুরস্কারগুলো। একদিন আমি থাকবো না ফিল্ম আর্কাইভ যত্নে থাকবে আমার কর্ম কিংবা পুরস্কারগুলো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews