এবার সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম
এবার আক্রান্ত হলেন জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডে ফের করোনার থাবা। এবার আক্রান্ত হলেন জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। যদিও করোনা টিকার দুই ডোজ নিয়েছিলেন জন। মৃদু উপসর্গ নিয়ে তারা দুজনই এখন কোয়ারেন্টাইনে।
সোমবার (৩ জানুয়ারি) সকালে অভিনেতা নিজেই একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন লিখেছেন, ‘তিনদিন আগে আমি একজনের সঙ্গে সাক্ষাৎ করি, তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই, আমাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই নিভৃতবাসে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং আমরা কারও সংস্পর্শে আসিনি। আমরা দুজনই সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড এবং আমাদের করোনার খুব সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে সুস্থ থাকুন, স্বাস্থ্যবান থাকুন, মাস্ক পরুন।’
একের পর এক এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। অর্জুন, অংশুলা, রিয়ারা বর্তমানে করোনা পজিটিভ। সদ্য করোনামুক্ত হয়েছেন কারিনা-অমৃতারা।
দুদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন শাহিদের ‘জার্সি’ অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফাতেহিরও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: