গাজামুখী ত্রাণবাহী জাহাজে সশস্ত্র ড্রোনের হামলা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মানবিক সহায়তা বোঝাই গাজা অভিমুখী একটি জাহাজে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি বিকল হয়ে গেছে। মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, শুক্রবার এক বিবৃতিতে ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বলেছে, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোয় বড় ধরনের ফাটল দেখা দেয়। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল।
শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাওয়ার পথে মাল্টা উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (২৫ কিলোমিটার) দূরে হামলার শিকার হয় জাহাজটি। জেনারেটর লক্ষ্য করে হামলা চালানোয় জাহাজটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে ১২ জন নাবিক ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন। তারা সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে এফএফসি জানিয়েছে, জাহাজটিতে মোট ২১টি দেশের অধিকারকর্মীরা ছিলেন। ইসরাইলের অবৈধভাবে গাজা অবরোধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদ এবং গাজাবাসীর জীবন রক্ষার জন্য জরুরি প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা করেছিলেন তারা। প্রসঙ্গত, মার্চের মাঝামাঝিতে একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা শুরু করেছে ইসরাইল। এই দফার হামলায় অন্তত ২ হাজার ৩২৬ জন নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে।