নারীকে প্রশ্ন করা হয়, পুরুষকে কেন নয়- প্রশ্ন আলিয়ার
গত বছরের শেষের দিকেই তার ও রণবীরের সংসারে এসেছে একরত্তি রাহা। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়ই তিনি মা হয়েছেন।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মাতৃত্বকালীন অভিজ্ঞতার বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। গত বছরের শেষের দিকেই তার ও রণবীরের সংসারে এসেছে একরত্তি রাহা। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়ই তিনি মা হয়েছেন। এটা নিয়ে তাকে কম কথা শুনতে হয়নি। এবার নিজে ক্যারিয়ার থেকে মা হওয়া- দুই বিষয়েই কথা বললেন রণবীরের ঘরণী। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, যখন একজন পুরুষ বাবা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন, আর একজন নারী যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন- সেই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে।
সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, কখনো কাউকে কোনো পুরুষকে প্রশ্ন করতে শুনবেন না, যে ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল। কিন্তু আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে- আমি কি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি পরিবারের জন্য? কিন্তু আমার কাছে এটা খারাপ কিছু নয়। বরং ঠিক আছে। টানা ১০ বছর একভাবে কাজ করে চলার পর একজন মা হিসেবে আমি আমার ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল।
আমি সবসময় যা করি সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নেই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নেই। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি, বলেন ভাট।
তিনি আরও বলেন, আমাকে যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয়, কিন্তু আমি যদি ভেতর থেকে সেটাকে অনুভব না করতে পারি, সেটা যদি আমার ঠিক না মনে হয়, তাহলে আমি সেই কাজ করতে পারব না। তাই সন্তান হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল। তাছাড়া আমার মনে হয় না, এটা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল।