নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
প্রথম নিউজ.জামালপুর : জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ ১৮জুন রবিবার শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুকুল রানা, সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাবেক সাধারন সম্পাদক শুভ্র মেহেদী, সুলতান আলম, শোয়েব হোসেন, ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সনাকের অজয় পাল, জামালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান, মানব কন্ঠের সাংবাদিক কাফি পারভেজ, মানবজমিনের সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন, বাংলা টিভির সাংবাদিক কাওসার আহমেদ প্রমূখ।
বক্তারা বিক্ষোভ সমাবেশে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।