নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট মহানগর বিএনপি

নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট মহানগর বিএনপি। গোপন ব্যালটে সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয় লাভ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব।

নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট মহানগর বিএনপি

প্রথম নিউজ,সিলেটনতুন নেতৃত্ব পেয়েছে সিলেট মহানগর বিএনপি। গোপন ব্যালটে সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয় লাভ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব। শুক্রবার রাতে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে আরেক প্রার্থী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে লড়েছেন আহ্বায়ক কমিটির দুই যুগ্ম-আহ্বায়ক। এই পদে বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট আর সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পেয়েছেন ৬৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ; চলে বিকাল ৫টা পর্যন্ত। সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: