রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির নেতাদের বৈঠক
বৈঠক
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রোববার রাত ৮টার দিকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দেখা করবেন। বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে খালেদা জিয়ার। তার সফরকে সামনে রেখেই নেতাদের দিকনির্দেশনা দেবেন তিনি।