সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো সকল পরিস্থিতে দেশকে রক্ষা করা

রোববার বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলনে এসব কথা বলেন তিনি।

সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো সকল পরিস্থিতে দেশকে রক্ষা করা

প্রথম নিউজ, রাজবাড়ি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া। সকল পরিস্থিতে দেশকে রক্ষা করা। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, আর পারবো না। এখন বেশি গরম, এটা পারা যাবে না এটা বলার উপায় নেই। যেকোনো মুহূর্তে যে অবস্থায় আছেন না কেন, পূর্ণ সাহস ও পরিস্থিতি নিয়ে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। সেটারই একটা মহড়া হলো। প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে যা আমাদের করতে হবে।’

রোববার বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মহড়ায় সেনাবাহিনীর দক্ষতা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘মহড়া থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাবো।’  

তিনি বলেন, ‘আমরা সিনেমার পর্দায় সম্মুখ যুদ্ধ দেখি। ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্যায় দেখি। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি। যুদ্ধে কীভাবে তারা শত্রুর মুখোমুখি হয়েছে সেগুলো দেখি। করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে। তাদের বিরত্বের জন্য, তাদের সাহসের জন্য।’

এর আগে বেলা ১১টা ৫৪ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ১২টা ৩৬ মিনিটের দিকে রাজবাড়ীর কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।