এনসিপি ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল : মান্না

এনসিপি ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল : মান্না

প্রথম নিউজ, অনলাইন: এনসিপি অন্তর্বর্তী ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কালের দাবি প্রকাশনী এ সভার আয়োজন করে।

মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচনের, সংস্কারের ব্যবস্থা করা।
কিন্তু একটা সংস্কারও এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি।

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই যে এতদিন ধরে কথা-বার্তা বললেন, কী দাঁড়াল ন্যূনতম পাওয়া গেছে ১৬৬টি প্রশ্ন। ১৪৬টিতে সব দল একমত হয়েছে। তো আপনি (অন্তর্বর্তী সরকার) যে বলতেন বেশিরভাগের মধ্যে ঐক্য হওয়া দরকার, বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সমালোচনা করে মান্না সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনার পোষ্য রাজনৈতিক দল, ওরা আজকে নির্বাচন কমিশন ঘেরাও করেছে কেন?’

বর্তমানে দেশে বিদেশি পাসপোর্টধারী কতজন আছেন, সেই হিসাব পাওয়া মুশকিল বলে উল্লেখ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ওই রকম একজন মানুষ, যিনি বাংলাদেশে এর আগে কখনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির ওপর কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছেন। জানি না।
তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে।

অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালতের রায়ে বিএনপির ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু সেটি নিয়ে গত কয়েক দিন ধরে ঢাকা শহরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
রিট করা হয়েছে। তার মানে আইন কি একেক শহর বা ব্যক্তির জন্য একেক রকম?