দেশের মানুষকে বাঁচাতে হলে এ সরকারকে বিদায় করতে হবে: রিজভী
গরীব দুস্থ মানুষের পাশাপাশি নিন্মবিত্ত ও মধ্যভিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে।

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন নিশি রাতের দুঃশাসনে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে ওঠেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যের সীমাহীন উর্ধগতি, গ্যাস পানি বিদ্যুতের দামবৃদ্ধি অন্যদিকে বেকারত্বের অভিশাপে মানুষের জীবন আার চলছেই না। গরীব দুস্থ মানুষের পাশাপাশি নিন্মবিত্ত ও মধ্যভিত্তের অবস্থা চরম সংকটে রয়েছে। এ অবস্থায় দেশের মানুষকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব এ সরকারকে বিদায় করতে হবে।
আজ রংপুরের মিঠাপুকুরের তাঁত পাড়া ফাতেমা হাফিজিয়া মাদরাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন ঝড় বৃষ্টি বন্যা শীত ঘুর্ণিঝড়সহ কোন দুর্যোগেই সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের সঙ্গে তাদের কোন জবাব দিহীতার প্রয়োজন হয় না। অচিরেই এ সরকারের বিদায় হবে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন জনগণ জেগে ওঠেছে। ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকা যাবে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: