বিএনপি নেতা শাহজাহান সৌদি কিং ফয়সাল হাসপাতালে ভর্তি
মোঃ শাহজাহানের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ভাইসচেয়ারম্যান মোঃ শাহজাহানকে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মোঃ শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত জানান, গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন মোঃ শাহজাহান। গত ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। ২ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।
শাহাদাত আরো জানান, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির নেতা শাহজাহান। এরপর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন। তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নোয়াখালী গুডহিল হাসপাতালের মালিক ডাঃ আবদুল হাই ও মোঃ শাহজাহানের বড় মেয়ে ডাঃ মৌসুমি হাসপাতালে আছেন।
এদিকে,শাহাজাহানের একান্ত সচিব রতন জানান,গত রাতে একই সময়ে তার বড় ছেলে গলব্লাডারের যন্ত্রণাকাতর হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি নেতা মোঃ শাহজাহানের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: