নাটোরে টায়ার জ্বালিয়ে বিএনপির সড়ক অবরোধ

নাটোরে টায়ার জ্বালিয়ে বিএনপির সড়ক অবরোধ

প্রথম নিউজ, নাটোর : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের পক্ষে নাটোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা।


অবরোধকারীরা আধা ঘণ্টার মতো সড়কে অবস্থানের পর পুলিশ আসার খবরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। রোববার (৫ নভেম্বর) ভোরে সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

এসময় বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থানে মহাসড়ক দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি গাড়ি রাস্তার দু পাশে থেমে যায়। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পক্ষে ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে বিএনপি নেতা কর্মীরা।


কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।