নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ, ধর্ষণের পর হত্যা
চট্টগ্রামের পাহাড়তলীতে নিখোঁজের আট দিন পর আবিদা সুলতানা আয়নী ওরফে আঁখি মনির (১০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে নিখোঁজের আট দিন পর আবিদা সুলতানা আয়নী ওরফে আঁখি মনির (১০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে পাহাড়তলীর ওয়্যারলেস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রুবেল নামে এক সবজি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
নিহত আবিদা সুলতানা আয়নী নগরীর পাহাড়তলী থানার কাজীরদীঘি এলাকার আব্দুল হাদী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। আটক সবজি ব্যবসায়ী রুবেলও একই এলাকার বাসিন্দা।
বিষয়টি নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান বলেন, স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী নিখোঁজের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে একজনকে আটক করে। তার দেখানো মতে, পাহাড়তলী থানার আলমতারা পুকুরপাড়া মুরগির ফার্ম এলাকা থেকে আয়নীর লাশ পাওয়া যায়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা বলেন, শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করে রুবেল। এ সময় আয়নী চিৎকার করায় শ্বাসরোধে হত্যা করে সে। পরবর্তী সময়ে লাশটি বস্তাবন্দির পর সবজির ঝুড়িতে করে রাতেই পুকুরপাড়া মুরগির ফার্ম এলাকায় ফেলে দিয়ে যায়।
গত ২১ মার্চ আরবি পড়তে বের হয়ে নিখোঁজ হয় আবিদা সুলতানা আয়নী। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে থানায় মামলার চেষ্টা করেন স্বজনরা, কিন্তু থানায় মামলা না নেওয়ায় মঙ্গলবার সকালে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ২-এ মামলার আবেদন করেন শিশুটির মা মোসাম্মৎ বিবি ফাতেমা। তিনি একজন পোশাক কারখানার কর্মী। শিশুটির বাবাও ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।