দশ হাজার টাকার কমে Vivo Y02s শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি

ফোনটি গত মে মাসে ভারতে লঞ্চ হওয়া ভিভো ওয়াই০১-এর উত্তরসূরি হিসেবে আসবে, যার দাম ছিল ৮,৯৯৯ টাকা

দশ হাজার টাকার কমে Vivo Y02s শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি
দশ হাজার টাকার কমে Vivo Y02s শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল মার্কেটে তাদের Y সিরিজের অধীনে Vivo Y02s হ্যান্ডসেটটি খুব শীঘ্রই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটি আগামী ২৮ জুলাই গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে এবং এটি ভারতীয় বাজারেও আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এখন লঞ্চের প্রায় এক সপ্তাহ আগে, একটি নতুন রিপোর্ট থেকে এই ডিভাইসটির স্পেসিফিকেশন এবং মূল্য সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, Vivo Y02s-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এইচডি+ ডিসপ্লে থাকবে। এছাড়া, ডিভাইসটি MediaTek Helio P35 চিপসেট দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও দাবি করা হয়েছে। চলুন Vivo Y02s সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই০২এস-এর সম্ভাব্য মূল্য (Vivo Y02s Expected Price) রুট মাই গ্যালাক্সি (Root My Galaxy)-এর রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই০২এস হ্যান্ডসেটের ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ১১৩ ডলার (প্রায় ৯,০০০ টাকা)। এটি ব্ল্যাক এবং লাইট ব্লু-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। ভিভো ওয়াই০২এস আগামী ২৮ জুলাই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি গত মে মাসে ভারতে লঞ্চ হওয়া ভিভো ওয়াই০১-এর উত্তরসূরি হিসেবে আসবে, যার দাম ছিল ৮,৯৯৯ টাকা। অর্থাৎ উত্তরসূরিটিও অনুরূপ দামে পাওয়া যাবে।

ভিভো ওয়াই০২এস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার (Vivo Y02s Expected Specifications and Features) ভিভো ওয়াই০২এস-এ ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এই বাজেট হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে বলে মনে করা হচ্ছে। ক্যমেরার ক্ষেত্রে, Vivo Y02s-এর পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y02s ফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ভিভোর এই নয়া হ্যান্ডসেটটি ৮.১৯ মিলিমিটার স্লিম হতে পারে এবং এর ওজন হতে পারে প্রায় ১৮২ গ্রাম। এতে একটি ইউএসবি টাইপ-সি পোর্টও মিলবে।

উল্লেখ্য একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, সম্প্রতি V2203 মডেল নম্বর সহ Vivo Y02s হ্যান্ডসেটটি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে। স্মার্টফোনটি টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে, যা এর বিশ্বব্যাপী উপলব্ধতার ইঙ্গিত দেয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom