দেশে চলছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রবল প্রতাপ: মির্জা ফখরুল

তিনি বলেন, আওয়ামী সরকার জনগণকে বড় দুশমন ভাবছে বলেই রাষ্ট্রের সকল অঙ্গকে আয়ত্বে নিয়ে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। অবিচার আর অনাচারের ওপর নির্ভর করেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না।

দেশে চলছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রবল প্রতাপ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: দেশে এখন  আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রবল প্রতাপ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

উচ্চ আদালতের জামিনে থাকা নেত্রকোণা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মী আজ আদালতে হাজিরা দিতে গেলে তাদের সকলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পিরোজপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়েরসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে এখন চলছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রবল প্রতাপ। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত ও বিশ্বাসের মানুষরা অবৈধ শাসকগোষ্ঠীর নির্যাতন-নিপীড়ণে জর্জরিত। এরই ধারাবাহিকতায় উচ্চ আদালতের জামিনে থাকা সত্বেও নেত্রকোণা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ খান, সাবেক সহ-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা বিএনপি’র সদস্য মাহবুবুল গাফফার ঠাকুর তুলন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দীন ফারাসসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোসহ পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য এইচ এম দ্বীন মোহাম্মদ আবু হাসান খান, যুবদল নেতা আতিকুল ইসলাম ও মহিলা দল নেত্রী জুঁথিসহ ১০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, ঐ মামলায় গ্রেফতার করা হয়েছে পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে।

তিনি বলেন, আওয়ামী সরকার জনগণকে বড় দুশমন ভাবছে বলেই রাষ্ট্রের সকল অঙ্গকে আয়ত্বে নিয়ে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। অবিচার আর অনাচারের ওপর নির্ভর করেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ এখন রাজপথে নামতে শুরু করেছে। সরকারের পতন অবশ্যম্ভাবী।

বিএনপি মহাসচিব নেত্রকোণা ও পিরোজপুরে উল্লিখিত নেতৃবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom