দুলুর মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে পৌর ও সদর উপজেলা যুবদলের ব্যানারে মিছিলটি বের হয়।
প্রথম নিউজ, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে পৌর ও সদর উপজেলা যুবদলের ব্যানারে মিছিলটি বের হয়।
পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকল মামলায় জামিনে থাকার পরেও সরকারের ফরমায়েশি আদেশে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতেই বোঝা যায় দেশে কেমন আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।
তারা আরও বলেন, নাটোরের জনপ্রিয় নেতা দুলুর রাজনৈতিক দূরদর্শিতা ও জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার তাকে কারাগারে আটকে রাখতে চায়। তবে নাটোরের মানুষ চুপ করে বসে থাকবে না। এ সময় দুলুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তা নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক সোহেল মাহামুদ, পৌর যুব দলের সভাপতি সজল প্রমুখ।