ব্রিজের নিচে মিললো দেড় বছরের শিশুর লাশ

প্রথম নিউজ, ডেস্ক : জামালপুরের ইসলামপুরে প্রায় দেড় বছর বয়সী অজ্ঞাত এক কন্যাশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ (আগারী) ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি।
এছাড়া স্থানীয়দের বরাত দিয়ে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, সকালে স্থানীয়রা আনুমানিক এক থেকে দেড় বছর বয়সী শিশুটিকে মৃত অবস্থায় ব্রিজের নিচে পানিতে ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি।
শিশুটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য জামালপুর জেলা মর্গে লাশটি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।