ডিএমপি কমিশনারের সাথে বিএনপির বৈঠক আজ
বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা। মঙ্গলবার বেলা ১২টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণে সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত থাকবেন।
বৈঠকের আলোচনার বিষয়ের জানতে চাইলে আবদুস সালাম বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আমাদের কর্মী সভাসহ কোনো কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। এসব বিষয়ে নিয়ে আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: