বিমার উত্থানে চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার
প্রথম নিউজ, ঢাকা : বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবারও (১৯ অক্টোবর) চাঙ্গাভাবের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ১টি শেয়ারের দাম কমার বিপরীতে ৪৮টির দাম বেড়েছে। যা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে অবদান রেখেছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে চলতি সপ্তাহের প্রথম দিন রোববার দরপতনের পর টানা চার কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ২২৩টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকা।
এদিন ডিএসইতে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপারের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। এরপর যথাক্রমে ছিল- জেমিনি সি ফুড, এমারেল্ড ওয়েল, লিবরা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফুওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন বেগের লিমিটেডের শেয়ার।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫ পয়েন্টে। সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৫৫৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪০ টাকার।