দফায় দফায় বিক্ষোভ, ডোমজুড় থানায় হামলা, আহত পুলিশ
দিল্লিতে হযরত মোহাম্মদ (স”) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার হাওড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা
প্রথম নিউজ, ডেস্ক: শুক্রবার বিকেলে বিক্ষোভকারীরা ভাঙচুর করল হাওড়ার ডোমজুড় থানা। থানার ভেতরে ঢুকে ভেঙে দেওয়া হয় একের পর এক গাড়ি। বাধা দিতে গিয়ে আহত হন থানার ১২ জন পুলিশকর্মী। দিল্লিতে হযরত মোহাম্মদ (স”) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার হাওড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সকালের পর থেকেই এই অবরোধের জেরে জাতীয় সড়কে আটকে যায় সমস্ত গাড়ি। ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকা এই অবরোধে আটকে যায় অ্যাম্বুল্যান্স। আটকে যায় দূরপাল্লার বাস। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে অবরোধকারীদের প্রতি আবেদন করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় কড়া ভাষায় তিনি বলেন, এখানে সাধারণ মানুষের অসুবিধা না করে বিজেপির বিরুদ্ধে আপনাদের ক্ষোভ বিজেপির কাছে গিয়েই বলুন। এখানে সাধারণ মানুষের অসুবিধা করবেন না।
ফের শুক্রবার সকাল থেকেই উলুবেড়িয়া, সলপ, চেঙ্গাইল এবং আরও কয়েকটি জায়গায় বিক্ষোভকারীরা অবরোধ করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এমনকী পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও ওঠে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশ কিয়স্ক। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। বিকেলের দিকে হামলা হয় ডোমজুড় থানায়। পরিস্থিতি সামাল দিতে পদস্থ পুলিশ আধিকারিক ছাড়াও পাঠানো হয়েছে বিরাট সংখ্যক পুলিশবাহিনী। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। সন্ধের পর সলপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। রেলপথে অবরোধের জেরে শুক্রবার দক্ষিণ–পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা ছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে আগামী ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত হাওড়া জেলার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সূত্র: আজকাল
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews