দীপিকার সম্পত্তির পরিমাণ জানলে আৎকে উঠবেন!

সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে  সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে দীপিকা পাডুকোনের সম্পত্তি ও আয়ের পরিমাণ।

দীপিকার সম্পত্তির পরিমাণ জানলে আৎকে উঠবেন!

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দেশ-বিদেশের জনপ্রিয় নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের কাজ নিয়েই শুধু আলোচনা, আগ্রহ তৈরি হয় না। এর বাইরে তাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা যেমন চলে, তেমনই  মানুষ জানতে চান তাদের সম্পত্তি বা উপার্জনের পরিমাণ। সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে  সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে দীপিকা পাডুকোনের সম্পত্তি ও আয়ের পরিমাণ। বলা হয়েছে, তার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা দীপিকা ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। হলিউডের ছবিতেও অভিনয় করেছেন। বিপুল সম্পত্তির মালিক এই অভিনেত্রী। ২০২৩ সালে প্রতিটি ছবির জন্য ১৫ -৩০ কোটি টাকা আয় করেন দীপিকা।  ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন এই অভিনেত্রী বিজ্ঞাপন বাবদ আয় করেন ৭-১০ কোটি টাকা। বর্তমানে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি।  

গত বছরের শেষদিকে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন দীপিকা পাড়ুকোন। এই বছরে সেই পরিমাণ বেড়েছে।  প্রতি বছর দীপিকার সম্পত্তির পরিমাণ ১৫ শতাংশ হারে বাড়ছে এমনটাই বলা হয়েছে রিপোর্টে। তাহলে তার মাসিক আয় কতো? জানা গেছে, মাসিক আয় কমপক্ষে দুই কোটি টাকা। আর বছরে ৪০ কোটির কাছাকাছি আয় করছেন। শুধু আয়ই নয়, তিনি একাধিক স্টার্টআপে বিনিয়োগও করেছেন। বেল্লাট্রিক্স এরোস্পেস, ড্রাম ফুডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ব্লুস্মার্ট- এর মতো সংস্থায় বিনিয়োগ রয়েছে তার। আয় হয় সেসব থেকেও।

এর বাইরে ‘অল অ্যাবাউট ইউ(All about you)’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক তিনি। ওই ব্র্যান্ডের পোশাক মিন্ত্রার(ভারতীয় ফ্যাশন ই-কমার্স কোম্পানি) মাধ্যমে বিক্রি করেন দীপিকা। কমপক্ষে ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। সেখান থেকেও ভালো রিটার্ন আসে। এছাড়াও রয়েছে তার মেকআপ ব্র্যান্ড এইট্টি টু ই (Eighty-Two East)। আর এর বিজ্ঞাপনে স্বয়ং শাহরুখ খানকেও দেখা গেছে।