দিনকাল বন্ধ করা সরকার পতনের পূর্বাভাস: ডা.মাজহার
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, বিনাভোটের বাকশালী সরকার রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে। নির্বাহী, আইন এবং বিচার--এই তিনটি স্তম্ভ ধবংস করেও থেমে নেই। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। দিনকাল বন্ধ করা সরকারের বাকশালী নীতির সর্বশেষ কলঙ্ক। এটাই এই সরকারের পতনের পূর্বাভাস।

প্রথম নিউজ,গাজীপুর:গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে সরকার কর্তৃক দৈনিক দিনকাল এর ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, বিনাভোটের বাকশালী সরকার রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে। নির্বাহী, আইন এবং বিচার--এই তিনটি স্তম্ভ ধবংস করেও থেমে নেই। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। দিনকাল বন্ধ করা সরকারের বাকশালী নীতির সর্বশেষ কলঙ্ক। এটাই এই সরকারের পতনের পূর্বাভাস।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের সকল স্তম্ভ মেরামত করা হবে। সে কারনেই রাষ্ট্রমেরামতের ২৭দফা জাতির কাছে জনপ্রিয়তা পেয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গাজীপুুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, গাজীপুর জেলা আইনজীবী সমিতি (বার) এর ভারপ্রাপ্ত সাধারন এড. নাসিরুদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এড.জাকিরুল ইসলাম, পেশাজীবী সমন্বয় পরিষদ,গাজীপুরের সাধারন সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শেখ আজিজুল হক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোখলেসুর রহমান, সিনিয়র সাংবাদিক বেলাল আহম্মেদ প্রমূখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: