নোয়াবের নতুন কমিটি, এ কে আজাদ সভাপতি
রোববার অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- নোয়াব এর নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার অনুষ্ঠিত এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। নতুন ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন সমকালের প্রকাশক এ কে আজাদ। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট নিউএজের সম্পাদকমণ্ডলীর সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, কোষাধ্যক্ষ মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সদস্য- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজাদী সম্পাদক এম এ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সংবাদ সম্পাদক আলতামাস কবির, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের তারিক সুজাত, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও যমুনা গ্রুপের এমডি শামীম ইসলাম। নির্বাচন পরিচালনা বোর্ডের পক্ষে নতুন কমিটির নাম ঘোষণা করেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ।