দিঘীতে ভাসছিল নারীর মরদেহ
প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁয় একটি দিঘী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় এক ব্যাক্তি দিঘীতে গোসল করতে গিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ওই মরেদহ নারী হিসেবে শনাক্ত করা হয়। তবে মরদেহের কোনো পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।