দাউদকান্দিতে চাচির কামড়ে ভাতিজা নিহত
বৃহস্পতিবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচির কামড়ে ভাতিজা সুমন মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন দশপাড়া গ্রামের মৃত শাহজালালের পুত্র। তিনি নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ছিলেন। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় চাচি পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে আটক করেছে। শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সুমন মিয়া তার কর্মক্ষেত্র নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে বাড়ি এসে দেখেন চাচি পারুল তার সীমানার জায়গাতে চারা গাছ লাগাতে গেলে সুমন তাকে নিষেধ করে। এতে চাচি পারুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় চাচাতো ভাই ও বোন সুমনকে কিল-ঘুষি মারে। পরে তার চাচি পারুল আক্তার সুমন মিয়ার অণ্ডকোষে কামড় মারলে, সে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পারুল আক্তারসহ ৪ জন হাসপাতালে গেলে ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে তাদের আটক করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে মডেল থানার সেকেন্ড অফিসার সুজয় মজুমদার জানান, নিহত সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পারুল আক্তারসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলাও নেয়া হয়েছে।