তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেলের পাশে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিফাত (২৪) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসা মাসুম বলেন, আমি ও সিফাত দুজনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনালে কাজ করি। সাভার থেকে আমরা মোটরসাইকেলে আসার সময় উত্তরা দিয়াবাড়ি ১৫ নম্বর সেক্টরের মেট্রোরেল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে দিয়ে অজ্ঞাতনামা এক যুবক দৌড় দেয়। পরে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা আমরা দুইজনও ছিটকে পড়ে আহত হই। পরে প্রথমে তাকে উদ্ধার করে উত্তরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অজ্ঞাত ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সহকর্মী সিফাতের উত্তরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তুরাগ থানাকে জানিয়েছি।