লালমনিরহাটে বিএনপির অফিসে আগুন

লালমনিরহাটে বিএনপির অফিসে আগুন

প্রথম নিউজ, লালমনিরহাট : বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাটে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ‘হামার বাড়ি’ অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একই সময় জেলা বিএনপির কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট মিশন মোড়ে আওয়ামী লীগের মিছিল থেকে এ ঘটনা ঘটে। 

এর আগে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির হামলায় আহত সদর উপজেলার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে চলাকালে জাহাঙ্গীর হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীর নিহতের ঘটনায় বিকেলে শহরের বিডিআর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সন্ধ্যার দিকে জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছালে সেখানে হামলা চালানো হয়। পরে মিশন মোড়ে গিয়ে বিএনপির ‘হামার বাড়ি’ নামের অপর কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। এ সময় আসবাবপত্রসহ ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবাবপত্রসহ ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপিকে দায়ী করছে। তারা আসলে দেশের শান্তি চায় না। তাহলে বিএনপির অফিসে কখনোই আগুন দিত না। আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি।