ত্যাগী ও পরীক্ষিতরাই যুবলীগ করবে,অনুপ্রবেশকারী যেন স্থান না পায় -ভালুকায় এড.আজহারুল
প্রথম নিউজ, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এড. আজহারুল ইসলাম বলেছেন,আ’লীগ ক্ষমতায় থাকার কারনে বিভিন্ন মতপথের লোকজনের ভীড় বাড়ছে। আ’লীগের দুঃসময়ে যারা সংগঠনকে আঁকড়ে ছিল সেই সকল পরিক্ষিত কর্মী দিয়ে যুবলীগ গঠন করতে হবে। অনুপ্রবেশকারীরা যেন কোন ভাবেই যুবলীগের কমিটিতে ঢুকতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সেই সাথে মাদকাশক্ত এবং চাঁদাবাজ ও ধান্ধাবাজদের ঠাঁই যুবলীগে হবে না। স্থানীয় নেতৃবৃন্দকে এ বিষয় গুলো কঠোর ভাবে অনুসরন করতে হবে। শনিবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন সভাপতির আসন গ্রহন করে অসুস্থতা জনিত কারনে সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান পিন্টুকে সভায় সভাপতির দায়িত্ব অর্পন করেন। প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম।
উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এজাদুল হক পারুলের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, যুগ্ম আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক,যুগ্ম আহ্বায়ক আখেরুল ইসলাম সোহাগ, জেলা সদস্য সালাউদ্দিন লাভলু, জেলা সদস্য সুপ্রিয় রায়, জেলা সদস্য পিন্টু সরকার,উপজেলা যুবলীগের সহসভাপতি মকবুল হোসেন, সহসভাপতি মশিউর রহমান রুবেল, সহসভাপতি পলাশ মানিক,যুগ্ম সম্পাদক জহিরুল হক বিল্লাল,সাংগঠনিক সম্পাদক তসলিম খান,সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জন্নম মিস্ত্রি,নির্বাহী সদস্য হাবিব উল্লাহ হায়দার মিলন,
ডাকাতিয়া ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ,মল্লিকবাড়ী ইউনিয়ন সাধারন সম্পাদক হাবিবউল্লাহ সবুজ,বিরুনীয়া ইউনিয়ন সভাপতি মাইদুল ইসলাম,ভরাডোবা ইউনিয়ন সভাপতি আতিক পাঠান,ভালুকা ইউনিয়ন সভাপতি মজিবর রহমান,হবিরবাড়ী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রিপন,সাধারন সম্পাদক হানিফ মোঃ নিপুন,রাজৈ ইউনিয়ন সভাপতি ফজলুল হক,মেদুয়ারী আহ্বায়ক মাজাহারুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন গুলোতে নৌকার প্রার্থীকে বিজয়ী করা এবং তৃনমুল পর্যায়ে যুবলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় তৃনমুল নেতাদের পক্ষ থেকে দাবী উঠে বিগত স্থানীয় নির্বাচন গুলোতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া কোন নেতা যেন পরবর্তীতে যুবলীগের গুরুত্বপুর্ন দায়িত্বে আসতে না পারে। এ বিষয়ে জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করা হয়। এ দিকে এক মাসের মধ্যে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়।