ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক ক্রয় ও বিক্রির অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকায় পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (২৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮৩৮ ইয়াবা, ১ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
।