রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল সংবাদকর্মীর
রাজধানীতে ট্রাকচাপায় এমদাদ হোসেন (৬০) নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : রাজধানীতে ট্রাকচাপায় এমদাদ হোসেন (৬০) নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন । শুক্রবার রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এমদাদ হোসেন দৈনিক সংবাদে সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক সংবাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট বিদান দ্ত্ত রোববার বলেন, শনিবার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন এমদাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে মোটরসাইকেল আরোহী এমদাদকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই সেলিম জানান, রাতে অফিস শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন এমদাদ। কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে আসা মাত্র পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
তিনি বলেন, এখনও কাউকে শনাক্ত বা ট্রাকটি আটক করেনি পুলিশ। কার বিরুদ্ধে মামলা করব? এজন্য এখনও মামলা করি নাই। ময়নাতদন্ত শেষ হলে ভাইয়ের লাশ নিয়ে টাঙ্গাইলের নাগপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাবেন বলে জানান সেলিম। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: