ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিক অবরোধ, ৭ কিমি যানজট
নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে প্রায় ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ জানান, রূপসীর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া আছে তাদের। আমরা শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছি। মালিক পক্ষ ৭ তারিখের আগে বেতন দিতে পারবে না বলে জানিয়েছে। তবে শ্রমিকরা তা মানছে না। তিনি আরও জানান, শ্রমিকদের সড়ক ছাড়তে বললেও তারা শোনেননি। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিকরা জানান, প্রতি মাসেই এমন হয়। কখনো ২৫ তারিখের আগে বেতন হয় না। এবার দুই মাস পার হলেও বেতনের খবর নেই। ঘরে খাবার নেই। রোজা শুরু ৩ তারিখ থেকে। এর মধ্যে বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। বেতন না দিলে চলা মুশকিল হয়ে পড়ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews