সরকার এবং প্রশাসন একাকার: রিজভী

তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে।

সরকার এবং প্রশাসন একাকার: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: সরকার এবং প্রশাসন একাকার:রিজভী সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায় সেটা স্পষ্ট ফুটে উঠছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কটুক্তির প্রতিবাদে রাজধানীর শংকর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্তে বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মিছিলটি রাজধানীর শংকর এলাকা থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য কে ন্যাক্কার জনক উল্লেখ করে রিজভী বলেন,পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মত বক্তব্য দেয় তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়?বেগম খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।

বিক্ষোভ মিছিলে জাসাস মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক শওকত আজিজ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, বিএনপি নেতা জামাল হোসেন টুয়েলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom