ডোমিনিকান রিপাবলিকে বিমান বিধ্বস্ত, নিহত ৯
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন

প্রথম নিউজ, ডেস্ক : ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) দেশটির রাজধানী সানটো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এদিকে প্রাইভেট জেটটির মালিক হেলিডোসা এক বিবৃতিতে বিমান বিধ্বস্ত এবং প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘সানটো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে বুধবার আমাদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুর্ভাগ্যজনকভাবে বিমানের সকল আরোহী ও ক্রু নিহত হয়েছেন।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লাস আমেরিকাস বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৭ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন। এছাড়া ৭ জন যাত্রীর মধ্যে ছয় জনই ছিলেন বিদেশি নাগরিক এবং একজন ডোমিনিকান রিপাবলিকের নাগরিক। তবে ওই ৬ জন কোন দেশের নাগরিক সেটি উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পুয়ের্তো রিকোর জনপ্রিয় মিউজিক প্রোডিউসার জোস এ. হার্নান্দেজও রয়েছেন। তিনি মূলত ‘ফ্লো লা মুভি’ নামে বেশি পরিচিত। এছাড়া নিজের জনপ্রিয় ‘তে বোতে’ গানের জন্যও সুপরিচিত ছিলেন তিনি।
দুর্ঘটনায় তার স্ত্রী এবং শিশু সন্তানও নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: