ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে দৈনিক দিনকাল
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ওয়ালটন ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে খোলা কাগজের বিপক্ষে ৬ উইকেটে বড় জয় পয়েছে দৈনিক দিনকাল।
আজ শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে খোলা কাগজ। দিনকালের বাবুল খন্দকার ও কিরন শেখের আক্রমণাত্মক বোলিংয়ে ৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬ রান সংগ্রহ করে। দিনকালের পক্ষে বাবুল খন্দকার ও কিরন শেখ ২টি করে উইকেট দখল করেন।
১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার কিরন শেখ ও বাবুল খন্দকার অপরাজিত থেকে ১ ওভারে দৈনিক দিনকালকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
দিনকাল ৬ উইকেটের বড় জয় পায়। ম্যাচ শেষে দিনকালের অধিনায়ক রাশেদুল হকের হাতে উপহার তুলে দেন ডিআরইউ’র নেতৃবৃন্দ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন দিনকালের অতিথি খেলোয়াড় কিরন শেখ।
এ জয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী।