সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমলেও বেড়েছে চালের দাম
প্রথম নিউজ, ঢাকা: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে স্বস্তি ফিরেছে। সবজির পাশাপাশি দাম কমেছে কক মুরগিরও। কয়েকদিনের ব্যবধানে বাজারে সরবরাহ বেড়েছে কয়েকগুন।
তবে চালের বাজারে আসেনি কোন পরিবর্তন। সকল ধরনের চালের কেজিতে দাম বেড়েছে ১ টাকা। দাম বাড়ার পেছেনে পরিবহন খরচকে দায়ী করেছেন বিক্রেতারা।
সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে। শীতের সবজিতে ঠাসা বাজার। সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমতির দিকে।
বাজারে শিম বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বাঁধাকপি ফুলকপি ৫০ আর লাউ ৭০ টাকা প্রতিটি। এছাড়া মুলা ৪০, পেঁপে ২০, শশা ৬০, টমেটো ১২০ টাকা কেজি। তবে ক্রেতারা বলছেন, দাম কিছুটা কমলেও এখনও হাতের নাগালে আসেনি শীতকালীন সবজি ।
অন্যদিকে মসলার বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় ঝাঁঝ কমেছে দেশি পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে।
এছাড়া ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি। আর চীনা আদা রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগি ও ডিম বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কক মুরগির দামে। বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি। বাজারে এখনো চড়া সয়াবিন তেল, চিনি, ডাল ও আটার দাম। বিক্রেতারা জানালেন সহসাই কমার কোনো ইঙ্গিত নেই এইসব নিত্যপণ্যের ।
চালের দরও একটু চড়া । মিনিকেট ৫৭/৬০, নাজিরশাইল ৬৫/৬৮ এবং বিআর আটাশ বিক্রি হচ্ছে ৪৮/৫০ টাকা কেজি। পরিবহন খরচ বাড়ায় চালের দাম কেজিতে ১ টাকা বাড়লেও নতুন চাল বাজারে আসতে শুরু করলেই দাম কিছুটা কমতে পারে বলেও জানালেন বিক্রেতারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: