মা ও তিন সন্তান ভর্তি হাসপাতালে, দেশে ফিরবেন সাকিব

 মা ও তিন সন্তান ভর্তি হাসপাতালে, দেশে ফিরবেন সাকিব
মা ও তিন সন্তান ভর্তি হাসপাতালে, দেশে ফিরবেন সাকিব-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাকিব আল হাসান কি দেশে ফিরে আসবেন? দেশে পরিবারের যা অবস্থা, তাতে চ্যাম্পিয়ন অলরাউন্ডারের নির্ঘুম রাতই কাটানোর কথা। দক্ষিণ আফ্রিকায় এখনও সকাল হয়নি, তাই নিশ্চিত করে জানা যায়নি সাকিব দেশে ফেরত আসবেন কি না?

তবে দেশে সাকিবের পরিবার যে অবস্থায় আছে, তাতে তিনি ঢাকায় ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ তার পরিবারের প্রায় সবাই অসুস্থ হয়ে হাসপাতালে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া মা, তিন সন্তান, শাশুড়ি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে। সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে।

জানা গেছে, আগের দুদিন অচেতন ছিলেন সাকিবের মা শিরিন আক্তার। পরে পরশু রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও শরীর ভালো নয়। ভাবা হচ্ছে, তাদের নিউমোনিয়া হয়েছে। তারা দুজনও এভারকেয়ার হাসপাতালে। সাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom