সালাউদ্দিনের অপেক্ষা বাড়ল এক সপ্তাহ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনেও চতুর্থ বারের মতো সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনেও চতুর্থ বারের মতো সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। ২৫ জুন ঢাকায় সাফ কংগ্রেসের মাধ্যমে চতুর্থ বারের মতো নির্বাচিত হতেন তিনি। সেই কংগ্রেস এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় সালাউদ্দিনের টানা চতুর্থবার দায়িত্ব গ্রহণেও বিলম্ব হচ্ছে।
২৫ জুন ঢাকায় সাফের কংগ্রেসের জন্য সব প্রস্তুতি ছিল। ভারতের অনুরোধে সেটা এক সপ্তাহ পেছানো হয়েছে বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘২৪ জুন সুইজারল্যান্ডে ফিফার একটি ড্র অনুষ্ঠান আছে। সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনেকেই যাবেন৷ সুইজারল্যান্ডে ড্র করে পরের দিন ঢাকায় আসা কষ্টসাধ্য। এজন্য এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।’
সাফ কংগ্রেসের নতুন তারিখ ২ জুলাই। ইতোমধ্যে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাফ কংগ্রেসের কর্মকর্তাদের জন্য বুকিং দেয়া হয়েছে। সাফ সচিবালয় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে।
এবার সাফের নির্বাহী কমিটির কোনো পদে একাধিক মনোনয়নপত্র জমা পড়েনি। নির্বাচন কমিশন যাচাই বাছাই করে সকল মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সবাই নির্বাচিত হতে যাচ্ছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews